ভারতের জনসংখ্যা

ভারত বিশ্বের দ্বিতীয়  সর্বাধিক জনবহুল দেশ। প্রতিনিয়ত ভারতের জনসংখ্যা বেড়েই চলেছে। 

ভারতের জনসংখ্যার ঘনত্ব ৪৬৪ জন প্রতি বর্গকিলোমিটারে। সারা বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৭১% জনসংখ্যা শুধু মাত্র ভারতেই।

ভারতবর্ষের মানুষের গড় আয়ু প্রায় ৭০ বছর। তার মধ্যে মহিলাদের গড় আয়ু ৭১ বছর এবং পুরুষের গড় আয়ু ৬৮ বছর প্রায়।

ভারতের জনসংখ্যা কত



ভারতের জনসংখ্যা কত ?


ভারতের বর্তমান জনসংখ্যা  ১,৩৮২,১৭৬,৮২৫ ( ২৭ অগাস্ট  ২০২০ অনুযায়ী ) যা বিশ্বের  মধ্যে দ্বিতীয়।


ভারতে কোন রাজ্যে কত জনসংখ্যা 


১. অন্ধ্র প্রদেশ :- ৫,৩৯,০৩,৫৯৩

২. অরুণাচল প্রদেশ :- ১৫,৭০,৫৫৮

৩. আসাম :- ৩,৫৬,০৭,২৩২

৪. বিহার :- ১২,৪৭,০১,৬২৬

৫. ছত্তিসগড় :- ২,৯৪,৩৬,৫৩২

৬. গোয়া :- ১৫,৮৬,২৯৭

৭. গুজরাট :- ৬,৩৮,৭২,৫৩৩

৮. হরিয়ানা :- ২,৮২,০৪,৮৬৪

৯. হিমাচল প্রদেশ :- ৭৪,৫২,০০৩

১০. ঝাড়খন্ড :- ৩,৮৫,৯৪,১২৪

১১. কর্ণাটক :- ৬,৭৫,৬২,৭৮৬

১২. কেরল :- ৩,৫৬,৯৯,৭৩২

১৩. মধ্যে প্রদেশ :- ৮,৫৩,৫৯,১৫০

১৪. মহারাষ্ট্র :- ১২,৩১,৪৫,১০৪

১৫. মনিপুর :- ৩০,৯১,৭৪৭

১৬. মেঘালয় :- ৩৩,৬৬,৯১০

১৭. মিজোরাম :- ১২,৩৯,৩৫৬

১৮. নাগাল্যান্ড :- ২২,৪৯,৮১৫

১৯. ওড়িশা :- ৪,৬৩,৫৬,৫৩৪

২০. পাঞ্জাব :- ৩,০১,৪১,৪৯৪

২১. রাজস্থান :- ৮,১০,৩২,৯১০

২২. সিকিম :- ৬,৯০,৩০১

২৩. তামিলনাড়ু :- ৭,৭৮,৪১,৮৩২

২৪. তেলেঙ্গানা :- ৩,৯৩,৬২,৮২৪ 

২৫. ত্রিপুরা :-  ৪১,৬৯,৮৯০

২৬. উত্তরপ্রদেশ :- ২৩,৭৮,৮৩,০৫০

২৭. উত্তরাখন্ড :- ১,১২,৫০,৯৭৭

২৮. পশ্চিমবঙ্গ :- ৯,৯৬,০৯,৮০৪


 কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনসংখ্যা 


১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ :- ৪,১৭,০৮৪

২. চন্ডিগড় :- ১১,৫৮,৫১০

৩. দাদরা ও নগর হাভেলি এবং 
     দমন ও দিউ :- ৬,১৫,৭৮৬

৪. দিল্লি :- ১,৮৭, ১১,৫৪০

৫. লক্ষদ্বীপ :- ৭৩,১৯৭

৬. পুদুচেরি :- ১৪,১৩,৫৯২

৭. জম্মু ও কাশ্মীর :- ১,৩৬,০৬,৪২৮

৮. লাদাখ :- ২,৮৯,২২৩

ভারতের জনসংখ্যা 


ভারতের গত কয়েক বছরের জনসংখ্যা 

২০১৯ সাল  :- ১,৩৬৬,৪১৭,৫১৬

২০১৮ সাল  :- ১,৩৫২,৬৪২,২৩২

২০১৭ সাল :- ১,৩৩৮,৬৭৬,৭৩০

২০১৬ সাল :- ১,৩২৪,৫১৭,২০১

২০১৫ সাল :- ১,৩১০,১৫২,৩৮৬


২০১০ সাল :- ১,২৩৪,২৮১,১৮৫

২০০৫ সাল :- ১,১৪৭,৬০৯,৯৫৭

২০০০ সাল :- ১,০৫৬,৫৭৫,৫৮২

১৯৯৫ সাল :- ৯৬৩,৯২২,৬১২

১৯৯০ সাল :- ৮৭৩,২৭৭,৮২৫

১৯৮৫ সাল :- ৭৮৪,৩৬০,০৫৭

১৯৮০ সাল :- ৬৯৮,৯৫২,৮৭৭

১৯৭৫ সাল :- ৬২৩,১০২,৯২৩

১৯৭০ সাল :- ৫৫৫,১৮৯,৯১৫

১৯৬৫ সাল :- ৪৯৯,১২৩,৩৫৮

১৯৬০ সাল :- ৪৫০,৫৪৭,৬৯৬

১৯৫৫ সাল :- ৪০৯,৮৮০, ৬২৩


আগামী কয়েক বছরের ভারতের জনসংখ্যা ( আনুমানিক )


২০২৫ সাল :- ১,৪৪৫,০১৪,৬৩৯

২০৩০ সাল :- ১,৫০৩,৬৪১,৩৩৮

২০৩৫ সাল :- ১,৫৫৩,৭২৩,৮৫৯

২০৪০ সাল :- ১,৫৯২,৬৯০,৫৪৬

২০৪৫ সাল :- ১,৬২০,৬১৯,২১৭

২০৫০ সাল :- ১,৬৩৯,১৭৭,০৪৭