ভারতের জাতীয় সংগীত

ভারতের জাতীয় সংগীত : জনগণমন-অধিনায়ক জয় হে।

ভারতের জাতীয় সংগীত, জনগণমন-অধিনায়ক জয় হে
ভারতের জাতীয় সংগীত

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সংগীতের কথা ও সুর দিয়েছেন। ১৯১১সালে ভারতের জাতীয় কংগ্রেসের একটি সভায় সর্বপ্রথম  এই সংগীত টি সমবেত কণ্ঠে গাওয়া হয়। সর্বপ্রথম সুভাষচন্দ্র বোস এই সংগীত টিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে বিবেচিত করার প্রস্তাব দেন। একই সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সংগীত টিও সম মর্যাদা পায়। পরবর্তী কালে ২৪ জানুয়ারি ১৯৫০ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ "জনগণমন-অধিনায়ক জয় হে" এই সংগীত টিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেন।

ভারতের স্বাধীনতা দিবস এবং  সাধারণ তন্ত্র দিবসে এই সংগীত বাজানো হয় । এছাড়া ভারতের সেনা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে এই সংগীত বাজানো হয়। এছাড়া ভারতের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গুলিতে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই সংগীতের ব্যাবহার হয়।


ভারতের জাতীয় সংগীত


 জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা !
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ 
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ 
তব শুভ নাম জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

অহরহ তব আহবান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান  খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগন-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
দারুন বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা।
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অংকে
স্নেহময়ী তুমি মাতা।
জনগনদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে –
গাহে বিহঙ্গম, পুন্য সমীরণ নবজীবনরস ঢালে।
তব করুনারুনরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।