মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী ভারতের বাংলা চলচিত্রের একজন স্বনামধন্য অভিনেত্রী। খুব কম বয়সেই তিনি বাংলা চলচিত্রে সাফল্য অর্জন করেছেন।
 বাংলা ধারাবাহিক 'গানের ওপারে ' তে তাকে সর্বপ্রথম অভিনয় করতে দেখা যায় এবং এতে তিনি সকলের প্রসংশাও অর্জন করেন।

মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী 



জন্ম 


  মিমি চক্রবর্তী-র জন্ম ১১ ই ফেব্রুয়ারী ১৯৮৯ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে হয়। 

শৈশব কাল ও পড়াশোনা 

মিমি চক্রবর্তী র জন্ম জলপাইগুড়িতে হলেও তার শৈশব কাল কাটে অরুণাচল প্রদেশের দেওমালী শহরে। পরবর্তী কালে স্কুলে পড়ার জন্য তাকে তার পিতা পুনরায় জলপাইগুড়িতে নিয়ে আসে। প্রথমে তিনি জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলে পড়েছেন তারপর সেন্ট জেমস স্কুলে। এরপর তিনি উচ্ছ শিক্ষার জন্য কলকাতায় চলে আসেন। ২০০৬ সালে তিনি ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 


চলচিত্রের তালিকা 


১, বাপি বাড়ি যা :- এই চলচিত্র টি তার অভিনীত সর্বপ্রথম , এটি মুক্তি পায় ৭ ডিসেম্বর ২০১২ সালে। এই চলচিত্রে তার সহ শিল্পী ছিলেন অর্জুন চক্রবর্তী। 

২, বোঝে না সে বোঝে না:- এই চলচিত্রটি মুক্তি পায় ২৮ ডিসেম্বর ২০১২ সালে। এবং তার সহশিল্পী ছিলেন সোহম চক্রবর্তী,আবির চট্টোপাধ্যায় ,পায়েল সরকার। 
 
৩, প্রলয় :- এই চলচিত্রটি মুক্তি পায় ৯ ই অগাস্ট ২০১৩ সালে। এবং তার সহশিল্পী ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ,শাশ্বত চট্টোপাধ্যায় ,পরান চট্টোপাধ্যায়। 

৪, বাঙালি বাবু ইংলিশ মেম :- এই চলচিত্রটি মুক্তি পায় ৩১ জানুয়ারি ২০১৪ সালে। এবং তার সহশিল্পী ছিলেন সোহম চক্রবর্তী। 

৫, গল্প হলেও সত্যি :- এই চলচিত্রটি মুক্তি পায় ৪ জুলাই ২০১৪ সালে। এবং তার সহশিল্পী ছিলেন সোহম চক্রবর্তী,রজতাভ দত্ত। 

৬, যোদ্ধা দ্য ওয়ারিয়র :- এই চলচিত্রটি মুক্তি পায় ১৯ অক্টোবর ২০১৪ সালে।  এবং তার সহশিল্পী ছিলেন দেব। 

৭, খাদ :- এই চলচিত্রটি মুক্তি পায় ৭ নভেম্বর ২০১৪ সালে। এবং তার সহশিল্পী ছিলেন সাহেব ভট্রাচার্য। 

৮, জামাই ৪২০ :- এই চলচিত্রটি মুক্তি পায় ২২ মে ২০১৫ সালে।  এবং তার সহশিল্পী ছিলেন সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায় , নুসরাত জাহান , এবং পায়েল সরকার। 

৯, শুধু তামারই জন্য :- এই চলচিত্রটি মুক্তি পায় ১৬ সেপ্টেম্বর ২০১৫ সালে। এবং তার সহশিল্পী ছিলেন দেব, শ্রাবন্তী, সোহম চক্রবর্তী।

১০, কাটমুণ্ড :- এই চলচিত্রটি মুক্তি পায় ১৬ অক্টোবর ২০১৫ সালে এবং তার সহশিল্পী ছিলেন সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শ্রাবন্তী।

১১, কি করে তোকে বলবো :- এই চলচিত্রটি মুক্তি পায় ১২ ফেব্রুয়ারি ২০১৬ সালে এবং তার সহশিল্পী ছিলেন অংকুশ হাজরা। 

১২, কেলোর কীর্তি :- এই চলচিত্রটি মুক্তি পায় ৬ জুলাই ২০১৬ সালে এবং তার সহশিল্পী ছিলেন যীশু সেনগুপ্ত, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

১৩, গ্যাংস্টার :- এই চলচিত্রটি মুক্তি পায় ৭ অক্টোবর ২০১৬ সালে এবং তার সহশিল্পী ছিলেন যশ দাসগুপ্ত। 

১৪, টোটাল দাদাগিরি :- এই চলচিত্রটি মুক্তি পায় ১৯ জানুয়ারী ২০১৮ সালে এবং তার সোহশিল্পী ছিলেন যশ দাসগুপ্ত । 
 
১৫, ভিলেন :- এই চলচিত্রটি মুক্তি পায় ১২ অক্টোবর ২০১৮ সালে এবং তার সহশিল্পী ছিলেন অংকুশ, ঋত্বিকা সেন। 

১৬, মন জানে না :- এই চলচিত্রটি মুক্তি পায় ২১ মার্চ ২০১৯ সালে এবং তার সহশিল্পী ছিলেন জোশ দাসগুপ্ত। 

১৭, এস ও এস কলকাতা :- এই চলচিত্রটি মুক্তি পায়। .........


রাজনৈতিক জীবন 

২০১৯ সালে  তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হন। 

পুরস্কার ও সন্মান 

২০১১ সালে তিনি টেলি অ্যাওয়ার্ড এবং রাইজিং ষ্টার পুরস্কার পেয়েছেন।